Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

বরিশালে নকল প্রসাধনী জব্দ, তিনজনকে কারাদণ্ড ও জরিমানা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ৫, ২০২৫, ০৫:২৫ পিএম


বরিশালে নকল প্রসাধনী জব্দ, তিনজনকে কারাদণ্ড ও জরিমানা

বরিশালে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার কার্টুন নকল প্রসাধনী জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) শাখা। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার দুপুরে নগরীর পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল ‘সী প্যালেস’-এর তৃতীয় তলার একটি কক্ষে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।

অভিযানিক টিম জানায়, ওই হোটেলের কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র দেশ-বিদেশের বিভিন্ন বিখ্যাত কোম্পানির লোগো ও প্যাকেজ ব্যবহার করে নকল প্রসাধনী প্রস্তুত ও বাজারজাত করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কার্টুন নকল প্রসাধনী জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু অভিযানে নেতৃত্ব দেন এবং জনস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!