Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫,

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ৫, ২০২৫, ০৭:০৩ পিএম


বিচার বিভাগের পৃথক সচিবালয়ের দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি

সারা দেশের মতো বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠনের দাবিতে ময়মনসিংহে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন আদালতের সহায়ক কর্মচারীরা।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। কর্মবিরতি পালন করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সদস্যরা।

আন্দোলনকারীরা জানান, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন কাঠামোর আলোকে তাদের বেতন-ভাতা নির্ধারণ করতে হবে। বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী নতুন পদ সৃজন ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দীন দিদার, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ শিকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাইদ আহম্মেদ, অর্থ সম্পাদক সৌমেন চক্রবর্তী, ঢাকা বিভাগীয় সহসভাপতি মাহবুব হাসান মন্টু ও কেন্দ্রীয় সদস্য শামীম আল মামুন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মজিবুর রহমান, সেরেস্তাদার দেলোয়ার হোসেন, সাঁটলিপিকার বিপল দে ও মশিহুর রহমান, পেশকার (বেঞ্চ সহকারী) আশরাফসহ অন্যান্য আদালত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!