Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫,

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

মে ৬, ২০২৫, ০৪:২৪ পিএম


কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ী এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ বছর বয়সী রাব্বি নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি রামপুরের সারোয়ার হোসেনের ছেলে, এবং আহতরা হলেন ইফাদ ও জাহিদ, তারা সকলেই কালিহাতী উপজেলার রামপুর হলপাড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাব্বি, ইফাদ এবং জাহিদ একটি মোটরসাইকেলে রামপুর থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলেন। কাজীবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলটির চালক হঠাৎ ব্রেক কষলে, এটি আছড়ে পড়ে এবং তিনজনই মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় একজনের মাথায় মারাত্মক আঘাত লাগে, যার কারণে মগজ বের হয়ে আসে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা রাব্বিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইফাদ ও জাহিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিআরইউ

Link copied!