Amar Sangbad
ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫,

পেকুয়ায় ছাগল বেঁধে রাখার জেরে মহিলাকে কুপিয়ে জখম

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

মে ৬, ২০২৫, ০৭:১১ পিএম


পেকুয়ায় ছাগল বেঁধে রাখার জেরে মহিলাকে কুপিয়ে জখম

কক্সবাজারের পেকুয়ায় ছাগল বেঁধে রাখার জেরে রুবি আক্তার (২১) নামে এক মহিলাকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ভেলুয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত রুবি আক্তারকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার মুহাম্মদ কায়সার এর স্ত্রী।

স্থানীয়সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে রুবি আক্তারের পালিত একটি ছাগল প্রতিবেশী হাসান বসরীর ধানক্ষেতে নামে। এসময় ফসলের মালিক হাসান বসরী ধানক্ষেত থেকে ছাগলটি ধরে এনে বেঁধে রাখে। খবর পেয়ে রুবি আক্তার হাসান বসরীর বাড়িতে গিয়ে ছাগল বেঁধে রাখার কারণ জানতে চায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রফিক আহমদের পুত্র হাসান বসরী ওই নারীকে লাথি ও কিল ঘুসি মারতে থাকে।এমনকি ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে জখম করে।

এ ব্যাপারে রুবি আক্তার বলেন, বিল থেকে ছাগলটি ধরে নিয়ে যায় হাসান বসরী। তাঁর বাড়িতে ছাগল আনতে গেলে হাসান বসরী আমাকে নিষ্ঠুরভাবে মারধর করে। ধারালো কাঁচি দিয়ে কোপায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।আমি এর উপযুক্ত শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত হাসান বসরীর সাথে বিভিন্নভাবে যোগাযোগ এর চেষ্টা করা হয়। কিন্তু তাকে না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিনেব বলে জানান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

আরএস

Link copied!