Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫,

নাগরপুরে ভূমি কর মেলা, সেবা মিলছে হাতে হাতে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মে ৬, ২০২৫, ০৫:৩০ পিএম


নাগরপুরে ভূমি কর মেলা, সেবা মিলছে হাতে হাতে

‘ভূমি কর দিব নিয়মিত, দেশের উন্নয়ন হবে নিশ্চিত’—এই স্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে দুইদিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা। নাগরপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।

মেলায় ভূমি কর প্রদান, খতিয়ান যাচাই, নামজারি ও অনলাইনভিত্তিক বিভিন্ন ভূমি সেবা সরাসরি দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক প্রদীপ কুমার সূত্রধর, সার্ভেয়ার এ মঞ্জু, নাজির-কাম-ক্যাশিয়ার মো. সজীব পারভেজ, সার্টিফিকেট পেশকার শাবানা আক্তারসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।

ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এই মেলার মাধ্যমে মানুষকে ভূমি কর প্রদানে উৎসাহিত করা এবং সেবা সহজ করা আমাদের লক্ষ্য।’

সেবাগ্রহীতাদের একজন বলেন, ‘আগে ভূমি কর দিতে সময় লাগত এক সপ্তাহ, এখন পাঁচ মিনিটেই সব হয়ে গেল।’

দুইদিনের এই মেলায় ভূমি সংক্রান্ত সব সেবা এক জায়গায় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে নিয়মিতভাবে এমন মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিআরইউ

Link copied!