দাকোপ (খুলনা) প্রতিনিধি
মে ৭, ২০২৫, ০৮:০০ পিএম
দাকোপ (খুলনা) প্রতিনিধি
মে ৭, ২০২৫, ০৮:০০ পিএম
দাকোপে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ১৮ জন খামারিকে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা এবং উন্নত জাতের ঘাস চাষাবাদের প্রযুক্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর’ প্রকল্প এবং ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম কুমার হালদারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরা।
উপকরণ হিসেবে ১০ জন প্রাণি খামারিকে উন্নত ঘাস চাষাবাদে ইনসেনটিভ সাইলেজ প্রযুক্তি প্রদান করা হয়। ১৮ জন খামারিকে দ্বিতীয় কিস্তির অর্থ সহায়তা হিসেবে জন প্রতি ৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া ৭টি পিজি (প্রযোজ্য গ্রুপ)-এর সদস্যদের মধ্যে প্রতিটি পিজির জন্য ৫৪টি চেয়ার ও ৩টি করে টেবিল বিতরণ করা হয়।
ইএইচ