Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

শ্মশান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে অবস্থান: ইউএনওকে বহাল রাখার দাবি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ৯, ২০২৫, ০৫:০৭ পিএম


শ্মশান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে অবস্থান: ইউএনওকে বহাল রাখার দাবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের একটি শ্মশান ঘিরে ভারতীয় গণমাধ্যম ও কিছু দেশীয় পত্রিকায় রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শুক্রবার বেলা ২টায় ঈশ্বরগঞ্জে এক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের বদলি আদেশ বাতিল করে তাকে ঈশ্বরগঞ্জে বহাল রাখার দাবি জানান স্থানীয়রা।

উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোডে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শ্মশান ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তারা বলেন, ইউএনও এরশাদুল আহমেদ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন এবং তার বদলি ষড়যন্ত্রমূলক।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ সাকিবুজ্জামান, সংস্কার ফোরামের প্রতিনিধি মোহাম্মদ মামুন, যুব জমিয়তে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক মুফতি জুনায়েদ আহমদ, ইত্তেফাকুল ওলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মনসুর বিন আহমদ, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি হাবিবুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ, সমাজসেবক এবং সাধারণ মানুষ।

স্থানীয় যুবক রাশেদুল ইসলাম বলেন, “ইউএনও স্যার দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জে কর্মরত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়েছেন। তার বদলির সিদ্ধান্ত বাতিল করে তাকে এখানেই বহাল রাখতে হবে। পাশাপাশি বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

এ সময় অংশগ্রহণকারীরা ‘মিথ্যা প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘ঈশ্বরগঞ্জ শান্তির জনপদ’, ‘ইউএনও স্যারের বদলি আদেশ বাতিল কর’, ‘সম্প্রীতির ঈশ্বরগঞ্জে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও যদি এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় কিংবা জনপ্রিয় প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলি করা হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শ্মশান ইস্যুতে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, “পূর্বের কিছু বক্তব্য নিছক ভুল বোঝাবুঝি ছিল। আমরা এ উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানাই এবং প্রশাসনের উদ্যোগের প্রশংসা করি।” তারা ভবিষ্যতে সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দেন।

ইএইচ

Link copied!