কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মে ১২, ২০২৫, ০২:৫০ পিএম
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মে ১২, ২০২৫, ০২:৫০ পিএম
রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার মীরবাগ ধর্ম্মেশ্বর মহেশা বিজলের ঘুন্টি বুড়াইল ব্রিজের সন্নিকটে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, নিহতরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবিরমাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের পুত্র সঞ্জয় চন্দ্র (২৭) এবং একই উপজেলার মাস্টারপাড়া গ্রামের আজিম উদ্দিনের পুত্র বেলাল হোসেন (৪০)। তারা রংপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকা-মেট্রো-ব-১৪-৬২৪৫ নম্বরের কুড়িগ্রামগামী শাহ আলী পরিবহনের একটি নাইট কোচের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। সোমবার ভোরে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইএইচ