Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে বায়োসায়েন্স-বায়োসিকিউরিটি নিয়ে ৩ দিনের কার্নিভ্যাল

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি প্রতিনিধি:

মে ১৩, ২০২৫, ০২:১২ পিএম


রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে বায়োসায়েন্স-বায়োসিকিউরিটি নিয়ে ৩ দিনের কার্নিভ্যাল

প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভ্যাল আয়োজন করতে যাচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত চলবে এই তিন দিনব্যাপী আয়োজন। এতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা।

মঙ্গলবার (১৩ মে) সকালে রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এবারের কনফারেন্সের প্রতিপাদ্য— ‘বায়োসায়েন্স ও বায়োসিকিউরিটি উদ্ভাবন এবং সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণে অনুসন্ধান’।

উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, ‘এই আন্তর্জাতিক কনফারেন্স ও কার্নিভ্যাল বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। বিশ্বমানের গবেষণার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের সংযুক্ত করতে এটি গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।’

কনফারেন্সে অংশ নেবেন বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, যিনি উদ্ভাবনী গবেষণায় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত নাম। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের পাশাপাশি থাকবেন বিদেশি অতিথিরাও।

এ আয়োজনকে সফল করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সংশ্লিষ্ট সব বিভাগকে সহযোগিতার আহ্বান জানান উপাচার্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন, ডিন ধিমান শর্মা, অধ্যাপক সূচনা আক্তার এবং ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কনফারেন্স চলাকালীন সময় শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প, পোস্টার প্রদর্শনী এবং বিভিন্ন সেশনে দেশীয় উদ্ভাবনের বিষয়গুলো তুলে ধরা হবে।

বিআরইউ

Link copied!