মে ৮, ২০২৫, ১১:৩২ এএম
ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের ‘জং গ্রুপ’ ও ‘জিও টেলিভিশন নেটওয়ার্ক’ জানায়, ভূপাতিত বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফায়েল জেট, একটি রাশিয়ান মিগ-২৯ এবং একটি সু-৩০ যুদ্ধবিমান।
দাবি অনুযায়ী, এই পাঁচটি যুদ্ধবিমানের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৬৩.৩৮ মিলিয়ন মার্কিন ডলার, যা পাকিস্তানি মুদ্রায় প্রায় ২৭১.৬৭ বিলিয়ন রুপি।
তথ্যসূত্র অনুযায়ী, একটি রাফায়েল জেটের দাম প্রায় ২৮৮.৪৬ মিলিয়ন ডলার। সম্প্রতি ভারত ও ফ্রান্সের মধ্যে সই হওয়া ৭.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, ভারত ২৬টি রাফায়েল যুদ্ধবিমান পাচ্ছে—যা দুদেশের মধ্যে অন্যতম বৃহৎ অস্ত্র চুক্তি।
এই হিসাবে তিনটি রাফায়েল জেট ভূপাতিত হলে ভারতের ক্ষতি প্রায় ৮৬৫.৩৮ মিলিয়ন ডলার, যা পাকিস্তানি টাকায় প্রায় ২৪৪.০৪ বিলিয়ন রুপি।
এর পাশাপাশি, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, একটি মিগ-২৯ যুদ্ধবিমানের দাম প্রায় ৪৮ মিলিয়ন ডলার (প্রায় ১৩.৫৪ বিলিয়ন রুপি) এবং একটি সু-৩০ যুদ্ধবিমানের দাম ৫০ মিলিয়ন ডলার (প্রায় ১৪.১ বিলিয়ন রুপি)।
তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিমান ধ্বংসের ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে স্বাধীন সূত্র থেকেও নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকেরা বলছেন, এই দাবি সত্য হলে, এটি হবে ভারতের জন্য উল্লেখযোগ্য কৌশলগত ও আর্থিক ক্ষতি—বিশেষ করে এমন একটি সময়ে, যখন দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।
আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যবেক্ষকেরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সংযমের আহ্বান জানাচ্ছেন।
বিআরইউ