সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মে ১৩, ২০২৫, ০৭:৩৫ পিএম
সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মে ১৩, ২০২৫, ০৭:৩৫ পিএম
কুড়িগ্রামে কয়েকদিনের টানা তাপদাহের পর বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের অনেক রাস্তায় খানাখন্দ থাকায় পানি জমে গেছে।
এ সময় ধান কাটার মৌসুম চলায়, বৃষ্টির মধ্যেও কৃষকদের মাঠে ধান কাটতে দেখা গেছে।
কুড়িগ্রাম পৌর এলাকার অটোচালক নয়ন মিয়া বলেন, “কয়েকদিন ধরে রোদ আর গরমে অটো চালানো কষ্টকর হয়ে পড়েছিল। রাস্তায় কাস্টমারও পাওয়া যেত না। আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় অনেকটা শান্তি লাগছে।”
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, “সোমবার রাত থেকে কুড়িগ্রামসহ আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিনের তীব্র তাপদাহের পর এ বৃষ্টিতে মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।”
ইএইচ