Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

আশাশুনিতে ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:

মে ১৩, ২০২৫, ০৪:৫১ পিএম


আশাশুনিতে ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার আশাশুনির বুধহাটা বাজারে ট্রলির ধাক্কায় মেহেদী হাসান হৃদয় (১৮) নামে এক কিশোর ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাজারের গাজী ট্রেডার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হৃদয় মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রলি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

নিহত হৃদয় আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বুধহাটা বাজারে মোবাইল এক্সেসরিজের দোকান চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। হৃদয়ের বাবা শারীরিকভাবে অক্ষম। ফলে সংসার চালাতে হৃদয়ের ব্যবসার ওপরই নির্ভর করছিল পরিবারটি।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধহাটা এলাকায় ট্রলির বেপরোয়া চলাচল প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কা বাড়িয়ে তোলে। তারা বলেন, ‘ট্রলিগুলো অবৈধভাবে চলাচল করে। এদের গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই।’

এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

বিআরইউ

Link copied!