Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

পীরগাছায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় শিশুর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

মে ১৭, ২০২৫, ০৩:০৬ পিএম


পীরগাছায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় শিশুর মৃত্যু

রংপুরের পীরগাছায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছচাপায় মো. রনি মিয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান (ভাটিয়াপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রনি মিয়া ওই এলাকার নূর আলম মিয়ার বড় ছেলে এবং পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে নূর আলম মিয়ার বাড়ির পাশের একটি বড় গাছ ভেঙে ঘরের ছাদ ভেদ করে শিশুর ওপর পড়ে। এতে রনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রনির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা শিশুটির আকস্মিক মৃত্যুতে শোকাহত।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) মো. নাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বহু গাছপালা উপড়ে পড়ে এবং বেশ কিছু ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। পরান-ব্রাহ্মনীকুন্ডা এবং বকশির দিঘি-পীরগাছা বাজার সড়কে গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। বিশেষ করে দুলালের চাতাল নামক স্থানে বড় একটি গাছ পড়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে 'আলোর কাফেলা' স্বেচ্ছাসেবী দলের কর্মী ও ফায়ার সার্ভিস সদস্যরা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন।

ইএইচ

Link copied!