ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৫, ০৭:০২ পিএম
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৫, ০৭:০২ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ইয়াসিন হোসেন সোহান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার রাতে পৌরসভার ভাটিয়ালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই গ্রামের মো. জসিম উদ্দিনের বড় ছেলে।
ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন চার ভাইবোনের মধ্যে সবার বড়। তার বাবা অটোরিকশা চালিয়ে সংসার চালান। কয়েক মাস আগে ইয়াসিনের মায়ের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার খরচ মেটাতে পরিবার চরম আর্থিক সংকটে পড়েছিল।
শনিবার বিকেলে ইয়াসিন নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান বলে পরিবারের সদস্যদের ধারণা। রাত ৯টার দিকে দরজা না খোলায় ডাকাডাকি করেন তারা। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ইয়াসিনের মরদেহ দেখতে পান।
আত্মহত্যার আগে ইয়াসিন তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন— “আমার মা-বাবা হয়তো আমাকে কোনোদিন ক্ষমা করবে না। কীভাবে করবে বলেন! আমি যে তাদের স্বার্থপর ছেলে। আমার জায়গায় যদি একটা মেয়ে জন্মাত, তাহলে হয়তো তাদের এই দুর্দিন দেখতে হতো না।”
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারিক অভাব-অভিযোগ ও মানসিক চাপে ইয়াসিন আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ইএইচ