রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মে ১৮, ২০২৫, ০৮:০৪ পিএম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মে ১৮, ২০২৫, ০৮:০৪ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের আওতাধীন গুতিয়াবো-দক্ষিণবাগ এক কিলোমিটার দীর্ঘ সড়ক দীর্ঘ ১৬ বছর পর উদ্ধার করেছেন এলাকাবাসী।
গত তিন দিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে গ্রামবাসী রোববার নিজ উদ্যোগে ও বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ সড়কটি বালি ফেলে এবং কিছু অংশে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করে দখলে নেয়। এতে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালীয়ারবাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে এলাকাবাসী বিকল্প পথে তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন। বহুবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় তারা নিজেরাই সড়কটি উদ্ধারে এগিয়ে আসেন।
বাঘবের গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সুরা সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসেন বলেন, “প্রশাসনের কাছে বহুবার আবেদন করেও কোনো সুরাহা পাইনি। বরং মামলার মুখে পড়েছি। শেষ পর্যন্ত এলাকাবাসী একজোট হয়ে নিজেদের রাস্তা নিজেরাই উদ্ধার করেছে।”
গুতিয়াবো গ্রামের বাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন বলেন, “এই রাস্তাটি আমাদের একমাত্র চলাচলের পথ ছিল। ৫ আগস্টের পর আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিই এবং সফল হই।”
রূপগঞ্জ যুবদলের নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, “১৬ বছর ধরে বালি ফেলে ডেকে রাখা কোটি টাকার সরকারি বরাদ্দে নির্মিত পাকা রাস্তাটি আমরা উদ্ধার করেছি। দ্রুত সড়ক থেকে বালি সরিয়ে পুনরায় মেরামত করে চালু করা হবে।”
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মো. হাবিবউল্লাহ মিয়া জানান, ২০২৩-২৪ অর্থবছরে ইউডিএফ প্রকল্পের আওতায় এ সড়কে ইটের সলিংয়ের জন্য ৩৪ লাখ ৬২ হাজার ১৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ দখলের কারণে কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মো. তাছবির হোসেন বলেন, “এই সড়কটি দীর্ঘদিন বালির নিচে ডাকা ছিল এবং কিছু অংশে স্থাপনা গড়ে দখল করা হয়। জনগণের স্বার্থ বিবেচনায় দ্রুত সড়কটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলা হবে।”
ইএইচ