ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৪:৩৯ পিএম
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৪:৩৯ পিএম
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় চলমান ‘ডেভিলহান্ট’ অভিযানের অংশ হিসেবে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয় ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় উপস্থিত থাকার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চেয়ারম্যানরা হলেন— ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খুশু, উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জাহিদ হাসান বলেন, “গ্রেপ্তারকৃত চেয়ারম্যানরা ফ্যাসিবাদ, ভোটচুরি এবং ১৭ বছরের স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে কাজ করছিলেন।”
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে তিনি জানান।
ইএইচ