আমার সংবাদ ডেস্ক
মে ২৭, ২০২৫, ০৫:৪৯ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ২৭, ২০২৫, ০৫:৪৯ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ভগিরদহ জল মহালে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেছে ‘ভেড়ামারা জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’। নদীতে প্রাণ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছে সমিতির সদস্যরা।
মঙ্গলবার (২৭ মে) সকালে মানিকের বাঁধ থেকে তাজপুর ব্রিজ পর্যন্ত ভগিরদহ জল মহালের অন্তর্গত এলাকায় মাছ অবমুক্ত করা হয়। সমিতির সভাপতি কামরুজ্জামান ও সদস্যদের উপস্থিতিতে মাছগুলো নদীতে ছাড়েন স্থানীয় মৎস্যজীবীরা।
বাংলা ১৪৩২ সালের পহেলা বৈশাখ থেকে ১৪৩৪ সালের ৩০ চৈত্র পর্যন্ত তিন বছরের জন্য ভগিরদহ জল মহালটি লিজ নেয় জনসেবা মৎস্যজীবী সমিতি লিমিটেড। খুলনা বিভাগীয় কমিশনারের অনুমোদনে ও কুষ্টিয়া জেলার রাজস্ব ডেপুটি কালেক্টর মুমতাহিন পুথুলার মাধ্যমে এই লিজ প্রদান করা হয়।
সমিতির সভাপতি কামরুজ্জামান বলেন, আমরা শুধু মাছ আহরণ নয়, নদীর প্রাণ-প্রকৃতি রক্ষা এবং মৎস্যসম্পদের উন্নয়নে কাজ করছি। এই উদ্যোগের ফলে নদী আবারও মাছের অভয়াশ্রমে পরিণত হবে।
স্থানীয়দের মতে, নিয়মিত মাছ অবমুক্ত করলে একদিকে যেমন জেলে পরিবারগুলো উপকৃত হবে, তেমনি জীববৈচিত্র্যও রক্ষা পাবে।
বিআরইউ