ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

৮টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

জুন ২, ২০২৫, ০৪:৪৭ পিএম

৮টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার সংলগ্ন বড়খাতা উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে বড়খাতা ডিগ্রি কলেজ গেট পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কের বেহাল দশা চরম ভোগান্তিতে ফেলেছে এলাকাবাসী ও পথচারীদের। 

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সঙ্গে সংযোগ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা।

সোমবার সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুই পাশে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। অল্প বৃষ্টিতেই সড়কজুড়ে কাদার সৃষ্টি হয়। 

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে সড়কটি হয়ে পড়ে চলাচলের অযোগ্য। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে বড়খাতা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন মহাসড়কে ওঠার অংশটি কাদা ও উঁচু-নিচু হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে যানবাহন ও পথচারীরা।

স্থানীয় শিক্ষার্থী শাপলা, চুমকি, স্নিগ্ধা, নাজমুলসহ অনেকে বলেন, এই একটি রাস্তা দিয়েই ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। 

প্রতিষ্ঠানগুলো হলো—বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খাতা উচ্চ বিদ্যালয়, বড়খাতা বালিকা বিদ্যালয়, বড়খাতা ডিগ্রি কলেজ, ফকিরপাড়া মহিলা কলেজ, বড়খাতা বিএম কলেজ, নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ ও আকবর হোসেন কিন্ডারগার্টেন। জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, “বড়খাতা হাইস্কুল থেকে ডিগ্রি কলেজ গেট পর্যন্ত সড়কটি চলাচলের একেবারেই অযোগ্য। হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তায় চলাচল করে। সামান্য বৃষ্টিতেই রাস্তা বিপজ্জনক হয়ে যায়। প্রায় সময় মালবাহী গাড়ি উল্টে যায়। শিশুদের স্কুল-কলেজ পাঠিয়ে আমরা অভিভাবকরা চিন্তায় থাকি। প্রশাসনের কাছে দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।”

স্থানীয় বিএনপি নেতা আব্দুর রহমান বলেন, “সড়কটির দুই পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো মানুষ এই সড়কে কাদা ও গর্ত পেরিয়ে চলাচল করে। দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে চলাফেরা করতে হচ্ছে। ভোগান্তি নিরসনে দ্রুত সংস্কার জরুরি।”

বড়খাতা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা। আমরাও জনপ্রতিনিধি হিসেবে এই সড়ক দিয়ে চলাচল করি। নিম্নমানের কাজের কারণে রাস্তা দ্রুত নষ্ট হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সংস্কারের জোর দাবি জানাবো।”

ইএইচ

Link copied!