ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

কোরবানির ঈদে কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ মানবিক ব্যবস্থা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জুন ৮, ২০২৫, ০৯:৩১ পিএম

কোরবানির ঈদে কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ মানবিক ব্যবস্থা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দীদের জন্য নেয়া হয়েছে ব্যতিক্রমধর্মী ও মানবিক কিছু ব্যবস্থা। ঈদের এই আনন্দঘন সময়টিতে বন্দীদের মুখে হাসি ফোটাতে তিনদিনব্যাপী (৮–১০ জুন) বিশেষ সুবিধা চালু করেছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা গেছে, বন্দিরা ঈদের এই তিন দিনে একবার করে নিজ বাড়ির স্বজনদের পাঠানো রান্না করা খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে দর্শনার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে এবং ক্লান্ত স্বজনদের জন্য সরবরাহ করা হচ্ছে সুপেয় পানি।

এই আয়োজনের আরেকটি দৃষ্টান্ত হচ্ছে—বন্দিরা ঈদের ছুটির মধ্যে একটি নির্ধারিত দিনে ৫ মিনিটের জন্য তাদের পরিবারের সঙ্গে ফ্রি মোবাইলে কথা বলার সুযোগ পাচ্ছেন। এছাড়া বাড়তি খাবারের তালিকায় রাখা হয়েছে মৌসুমী ফল—লিচু ও কাঁঠাল।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মামুদ জানান, “ত্যাগ ও সহমর্মিতার এই ঈদে আমরা বন্দীদের জন্য যতটা সম্ভব মানবিক আচরণ নিশ্চিত করতে চাই। রান্না করা খাবার স্বাস্থ্য পরীক্ষা করে বন্দীদের দেওয়া হচ্ছে। মৌসুমী ফল, বাড়তি সাক্ষাৎ ও ফোনে কথা বলার সুযোগ—সবই তাদের ঈদের আনন্দ বাড়ানোর উদ্যোগ।”

তিনি আরও বলেন, “স্বজনদের আগমনে যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থাও রেখেছি।”

বর্তমানে কুড়িগ্রাম জেলা কারাগারে মোট ৩১০ জন বন্দী রয়েছেন। কারা কর্তৃপক্ষের এই মানবিক আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে।

ইএইচ

Link copied!