ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫
Amar Sangbad

ফরিদগঞ্জে তালাবদ্ধ ঘরে চোরের হানা, ৩ লাখ ৭৫ হাজার টাকা লোপাট

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

জুন ১২, ২০২৫, ০৭:০৬ পিএম

ফরিদগঞ্জে তালাবদ্ধ ঘরে চোরের হানা, ৩ লাখ ৭৫ হাজার টাকা লোপাট

ঈদের ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে চোরের হানা ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁও এলাকায়। 

বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে সময়ের মধ্যে মো. ইউসুফ মিয়া নামে এক ফল ব্যবসায়ীর তালাবদ্ধ বাড়িতে ঘটে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা।

ব্যবসায়ী ইউসুফ মিয়া ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার চৌরাস্তায় দীর্ঘদিন ধরে ফল ব্যবসা করেন। তিনি জানান, “বিকেলে পরিবারের সদস্যরা সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। রাত ১১টার দিকে ফিরে এসে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ঘরের আসবাবপত্র তছনছ, আলমারি ভাঙা এবং আলমারিতে রাখা ৩ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে। ঈদের সময়ে ব্যাংক বন্ধ থাকায় খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা টাকা বাড়িতেই রেখেছিলাম।”

চোরেরা ওয়াশরুমের এডজাস্ট ফ্যান ও ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে বলে ধারণা করছেন ভুক্তভোগী। চুরি হওয়া টাকার বাইরে ঘর থেকে অন্য কোনো মূল্যবান জিনিসপত্র নেয়নি চোরচক্র।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ফরিদগঞ্জ থানা পুলিশ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “চুরির সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। চোরদের শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চুরির দ্রুত তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!