ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাগুরায় প্রবীণদের পুষ্টি বিষয়ক আলোচনা

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুন ১৮, ২০২৫, ১২:০৩ পিএম

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাগুরায় প্রবীণদের পুষ্টি বিষয়ক আলোচনা

“পুষ্টি শুধু স্বাস্থ্যের নয়, এটি দেশের উন্নয়নেরও অন্যতম ভিত্তি”—এমন মন্তব্য করে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেছেন, প্রবীণসহ সকল বয়সী জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে।

মঙ্গলবার ২০২৫ “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫” উপলক্ষে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সেবিকা, গণমাধ্যমকর্মী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

তিনি বলেন, “বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে পুষ্টির ঘাটতি। প্রবীণদের পুষ্টি চাহিদা নিশ্চিত না করলে তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং জীবনমানের অবনতি ঘটে। এ সমস্যা সমাধানে পরিবার, স্বাস্থ্য বিভাগ ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি বিভাগের কর্মকর্তারা। 

বক্তারা বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি ঘাটতি দেখা দেয়। তাই প্রবীণদের জন্য আলাদা খাদ্য পরিকল্পনা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি।

অনুষ্ঠানে ‘বয়স ও পুষ্টি’, ‘পরিমিত খাদ্যাভ্যাস’, এবং ‘প্রবীণদের খাদ্য তালিকায় প্রয়োজনীয় উপাদান’—এই বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ক লিফলেট ও বুকলেট বিতরণ করা হয় এবং প্রবীণদের মাঝে প্রতীকী উপহার হিসেবে ফল ও পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এবারের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল—“সবার জন্য পুষ্টি নিশ্চিত করি, স্মার্ট বাংলাদেশ গড়ি”—বক্তারা এই প্রতিপাদ্য বাস্তবায়নে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!