নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩, ২০২৫, ০৩:০৫ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের বিভিন্ন প্রান্তে পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা জানার পর রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে।
এ উপলক্ষে বিকেল ৩টা থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুষ্ঠান।
ইতোমধ্যে সমাবেশস্থলে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন। বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন জেলা থেকে তারা সমাবেশে যোগ দিতে আসছেন।
দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর ও নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে বাসে করে নেতাকর্মীদের ঢাকায় আসার ছবি শেয়ার করা হয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতারাও ইতোমধ্যে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন।
এর আগে শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববারের সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করার কথা জানান।
ইএইচ