ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

মাগুরায় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুন ১৮, ২০২৫, ০৪:৫২ পিএম

মাগুরায় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প’-এর আওতায় মাগুরায় অনুষ্ঠিত হলো পাটচাষী সমাবেশ-২০২৫।

বুধবার সকাল ১০টায় জেলা অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। তিনি বলেন, “পাট বাংলাদেশের সোনালি অতীতের অংশ। 

আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে পারলে পাটচাষ আবারও কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মাহাবুব-উল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাসিবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর, প্রকাশ চন্দ্র সরকার, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কামাল উদ্দীন, সহকারী পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক, পাট অধিদপ্তর, ঢাকা, সাইদুর রহমান, সভাপতি, মাগুরা প্রেসক্লাব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, “চাষিদের উন্নত প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, উচ্চফলনশীল বীজ সরবরাহ এবং সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে তারা পাটচাষে আগ্রহী হবেন। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।”

সমাবেশে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর পাটচাষ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি পাটপণ্যের বহুমুখী ব্যবহার নিয়েও আলোচনা করা হয়।

সমাবেশটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, মাগুরা এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

ইএইচ

Link copied!