ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

‘তাণ্ডবের’ পাইরেসি: রিমান্ডে গ্রেপ্তার ৩ জন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১৮, ২০২৫, ০৯:১৮ পিএম

‘তাণ্ডবের’ পাইরেসি: রিমান্ডে গ্রেপ্তার ৩ জন

শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন আসামিদের দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন।

ওই তিনজন হলেন- ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।

টিপুকে নোয়াখালী, সাদকে ময়মনসিংহ ও সাজেদুল ইসলামকে সাভার থেকে মঙ্গলবার গ্রেপ্তার করে ডিবির সাইবার বিভাগ। বুধবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন ডিএমপি ডিবির এসআই রফিকুল ইসলাম। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

এবারের কোরবানির ঈদে ১৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো, সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুব্রত, এফ এস নাঈম, আদনান আদিব।

মুক্তির এক সপ্তাহের মাথায় শুক্রবার রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে দেখা যায় সিনেমার ঝকঝকে প্রিন্ট। এরপর ছড়িয়ে পড়ে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে।

পাইরেসির মাধ্যমে সিনেমাটি অনলাইনে উন্মুক্ত করে দেওয়ার ঘটনায় প্রযোজক শাহরিয়ার শাকিল বনানী থানা মামলা করেন। সেখানে বলা হয়, গত ৪ জুন সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক ও বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রচার করে।

বুধবার ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম বলেন, মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করে। পরে তদন্তভার পায় ডিবি। কাজ শুরুর পরই এজাহারভুক্ত আসামি টিপু সুলতান, সাদী সাদ ও হল অপারেটর সাজেদুলকে গ্রেপ্তার করা হয়।

“আসামি গ্রেপ্তারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লিংকগুলো অ্যানালাইসিস করে দেখা যায়, একটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সেটি প্রথম প্রকাশ পায়। তবে সেই চ্যানেলটি কে নিয়ন্ত্রণ করেন, সে বিষয়ে ডিবির সাইবার টিম কাজ করছে। আমরা আশাবাদী এটা কে করেছেন, তা আমরা বের করতে পারব। যে চ্যানেল থেকে এটা প্রকাশ হয়েছে সেটার হোতা কে, সেটা আমরা বের করতে পারব।”

যুগ্ম কমিশনার বলেন, “হলের অপারেটর দুজনের নাম বলেছেন, যাদের মাধ্যমে তিনি পাইরেসি কপিটা পেয়েছেন। গ্রেপ্তার অপর দুইজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণাই দিয়েছেন যে এটার পাইরেসি কপি আসছে। সেক্ষেত্রে এটা সেলফ ডিক্লারেশন।”

আরএস

Link copied!