ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
Amar Sangbad

মাগুরায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন: ৪৮ জেলায় কর্মসংস্থানের উদ্যোগ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ৪, ২০২৫, ০৩:৪২ পিএম

মাগুরায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন: ৪৮ জেলায় কর্মসংস্থানের উদ্যোগ

দেশের ৪৮টি জেলায় প্রশিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম (তৃতীয় ব্যাচ)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, মাগুরা। সহযোগিতায় ছিল স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, মাগুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষতা ছাড়া কেউ টিকে থাকতে পারে না। আমাদের যুবসমাজ যেন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটে প্রতিযোগিতা করতে পারে, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।”

তিনি আরও বলেন, “সরকার যুবকদের আত্মকর্মসংস্থান এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, মাগুরার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইলিয়াসুর রহমান। তিনি বলেন, “শুধু প্রশিক্ষণ নয়, আমরা চাই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অনলাইনে আয় করতে সক্ষম হোক। এজন্য প্রশিক্ষণ-পরবর্তী পর্যায়ে মনিটরিং ও মেন্টরিং চালু থাকবে।”

প্রকল্পটির আওতায় মাগুরাসহ ৪৮টি জেলায় হাজার হাজার তরুণ-তরুণীকে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিংসহ বিভিন্ন আইটি স্কিলে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনলাইন ও অফলাইন মডেলে।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, মাগুরার প্রধান নির্বাহী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মাগুরায় ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণে কাজ করছি। এবার সরকারি এ উদ্যোগে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আশাবাদী।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শুধু কর্মসংস্থানের সুযোগই নয়, দেশের রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব ফেলবে। যথাযথ বাস্তবায়ন ও তদারকি হলে মাগুরা জেলার তরুণদের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী মাইলফলক।

ইএইচ

Link copied!