আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জুলাই ৪, ২০২৫, ০৯:১০ পিএম
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের আব্দুল হামিদকে সভাপতি এবং বাবুল রানাকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
শুক্রবার বিকেলে মধুপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক এম. মাছুদুর রহমান মিলন।
বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি আশরাফুল আরিফ, সাধারণ সম্পাদক ইয়াসিন হাসান, মধুপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্য।
বর্ধিত সভায় নতুন নেতৃত্বের প্রতি সকলের সহযোগিতা কামনা করা হয় এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
ইএইচ