নকলা (শেরপুর) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৫, ০৩:৫৪ পিএম
শেরপুরের নকলা উপজেলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও, জাগ দেওয়ার উপযুক্ত পরিবেশ না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
অনেক কৃষক জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় খাল-বিল ও নিচু জমিতে পানি নেই বললেই চলে। এর ফলে পাট জাগ দেওয়ার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বাজারে পাটের দরপতন, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কায় তারা হতাশ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলায় মোট ৫০৭ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে তোষা জাতের পাট ৪২০ হেক্টর, দেশি জাতের পাট ৪৫ হেক্টর, মেস্তা জাতের পাট ২২ হেক্টর এবং কেনাফ জাতের পাট ২০ হেক্টর জমিতে চাষ হয়েছে।
নিবিড় পরিচর্যা, কৃষি অফিসের প্রশিক্ষণ এবং নিয়মিত পরামর্শের ফলে এবার পাটের ক্ষেতগুলোতে কোনো উল্লেখযোগ্য রোগবালাই দেখা যায়নি। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি কর্মকর্তারা বাম্পার ফলনের আশা করছেন। একইসঙ্গে কৃষকদের জন্য ভালো দামের সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা।
সরেজমিনে উপজেলার মোছারচর, বানেশ্বরদী, নারায়নখোলা, পাঠাকাটা ও ভূরদীসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বাতাসে দোল খাচ্ছে সতেজ সবুজ পাটগাছ। বর্ষার শুরুর বৃষ্টিতে সজীবতা ফিরে পাওয়া ক্ষেতগুলো যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের চিত্র তুলে ধরেছে।
তবে কৃষকদের মতে, যদি দ্রুত জাগ দেওয়ার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তাহলে সম্ভাব্য এই বাম্পার ফলন শেষ পর্যন্ত প্রত্যাশিত সুফল এনে নাও দিতে পারে।
ইএইচ