কুড়িগ্রাম প্রতিনিধি:
জুলাই ১৩, ২০২৫, ০২:০১ পিএম
নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার তিন উপজেলার তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এদের মধ্যে একজন জয়বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য ও অপর দুজন ফ্যাসিস্ট শাসনামলের সময় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সদর ও রাজিবপুর উপজেলায় এ অভিযান চালানো হয়।
ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো. নুরুল ইসলামকে (৪৬)। দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় ফিরে এলে তাকে ছাত্র ও স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন।
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন থেকে গ্রেপ্তার হন জয়বাংলা ব্রিগেডের অন্যতম সংগঠক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৩৮)। পুলিশের দাবি, তিনি ও তার সহযোগীরা সম্প্রতি গঠিত জয়বাংলা ব্রিগেডের হয়ে বিভিন্ন নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন।
রাজিবপুর উপজেলার চর রাজিবপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ওরফে মুকুলকে (৫৫)। তিনিও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মো. বজলার রহমান জানান, ‘অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতার পরিকল্পনাকারী ও সহায়তাকারী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিশেষ অভিযান চলমান থাকবে।’
বিআরইউ