বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫, ০২:৫৭ পিএম
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দৌলতপুর কলেজপাড়া একতা সমবায় সংঘের আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক হাজী মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দুলাল চৌধুরী, সমাজসেবক হায়দার আলী, বাবুল প্রামানিক, বিপুল হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক দুলাল চৌধুরী বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে সময়কে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে তারা একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সন্ত্রাস ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করবে।”
প্রতিযোগিতামূলক এ খেলায় অংশগ্রহণ করে দৌলতপুর কলেজপাড়া বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ। ৯০ মিনিটের উত্তেজনাপূর্ণ খেলায় এক গোলের ব্যবধানে অবিবাহিত একাদশ বিজয়ী হয়।
আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা দর্শকরা খেলাটি উপভোগ করেন। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং খেলার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।
ইএইচ