নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
জুলাই ১৪, ২০২৫, ০৪:৩৯ পিএম
বৈরী আবহাওয়ার মধ্যেও স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া শহরতলীর হাটশ হরিপুরের দি ওয়ার্ল্ড কুষ্টিয়া হাই স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার সভাপতি সামছুল আলম স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মজনুর রহমান এবং সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের সভাপতি খন্দকার সরোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম হাফিজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, "জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার এই মহতী উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগও পাচ্ছে। অনেক সময় মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও রক্ত দিতে পারে না, কারণ তারা নিজেদের রক্তের গ্রুপ জানে না। এই কর্মসূচির মাধ্যমে সে সমস্যারও সমাধান হচ্ছে।"
অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিকরা যদি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন, তাহলে সমাজ উপকৃত হবে। কুষ্টিয়ার সাংবাদিক ফোরামের এই আয়োজন একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং অসহায়, গরিব ও দুঃস্থ নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
ইএইচ