মাগুরা প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৫, ০৪:৪২ পিএম
মাগুরায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় জেলা শহরের ঢাকা রোড ব্রিজসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত স্থানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ শুধু একটি ঘটনা নয়, এটি আমাদের সামষ্টিক বিবেক ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করবে।”
শহিদ পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পর শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া তাদের জন্য গর্বের বিষয়। তারা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় নেতারা বলেন, এই স্মৃতিস্তম্ভ শুধু ইতিহাস সংরক্ষণ করবে না, বরং তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।
উল্লেখ্য, জুলাই মাসে সংঘটিত এক বিক্ষোভে শহিদ হওয়া কয়েকজন তরুণের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি মাগুরা জেলায় একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মারক হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
ইএইচ