হেলাল মজুমদার, ভেড়ামারা
জুলাই ১৪, ২০২৫, ০৪:৪৬ পিএম
কুষ্টিয়ার জেলার ভেড়ামারা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
তিনি বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজায়নকে উৎসাহিত করা।”
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে গাছের চারা প্রদান করা হয়েছে, যা তারা বাড়ির আঙিনা বা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে রোপণ করতে পারবেন। বিতরণকৃত চারাগুলোর মধ্যে নিম, বেল, জাম এবং কাঁঠালসহ বিভিন্ন ফলজ ও ভেষজ গাছ রয়েছে।
এই কর্মসূচি “কৃষিই সমৃদ্ধি” স্লোগানের প্রতিফলন স্বরূপ পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত দায়িত্ববোধ গড়ে তোলা এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে উৎসাহ প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও অফিস সহকারী রেজাউর রহমান তনু।
উল্লেখ্য, ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার ৬ শত শিক্ষার্থীকে চারা প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থী চারটি করে গাছের চারা পাবেন।
ইএইচ