সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ১৮, ২০২৫, ০৪:২৮ পিএম
২৪-এর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জুলাই যোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মো. ইউনুছ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি প্রতীকী ম্যারাথন র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ইএইচ