নারায়ণগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৫, ০৮:৩৫ পিএম
জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে মৌন মিছিল করেছে মহানগর বিএনপি।
শুক্রবার বিকেলে মহানগর বিএনপির ব্যানারে মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নারায়ণগঞ্জ কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা কালো পতাকা হাতে নীরবভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ও বন্দর থেকে আগত বিএনপি নেতাকর্মীরা হোসিয়ারি সমিতির সামনে জড়ো হন।
মৌন মিছিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, নেতা মনির হোসেন, রেজা রিপন, সদর থানা বিএনপির আহ্বায়ক এইচ এম আনোয়ার প্রধান, মাসুদ রানা, বরকত উল্লাহ, তপন চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম স্বজল, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস. এম. আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা প্রমুখ।
ইএইচ