ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫
Amar Sangbad

জুলাই শহীদদের স্মরণে মাগুরায় প্রতীকী ম্যারাথন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ১৮, ২০২৫, ০৮:০৩ পিএম

জুলাই শহীদদের স্মরণে মাগুরায় প্রতীকী ম্যারাথন

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জুলাই শহীদদের স্মরণে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী ম্যারাথন। 

শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নোমানী ময়দান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই দৌড় আয়োজন করা হয়।

‘সুস্থ শরীর, সুস্থ মন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ম্যারাথনটি ছিল ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ। আয়োজনটি যৌথভাবে বাস্তবায়ন করে মাগুরা জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

ম্যারাথনে অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্বাস্থ্যকর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২০০-এর বেশি।

ম্যারাথনের উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর হয়ে পড়ায় শারীরিক পরিশ্রম কমে গেছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এমন আয়োজন শুধু শরীরচর্চার প্রতি উৎসাহ দেয় না, বরং সমাজজুড়ে স্বাস্থ্য সচেতনতার বার্তাও ছড়িয়ে দেয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদের, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ম্যারাথনে অংশ নেওয়া কলেজছাত্র সাকিবুল ইসলাম বলেন, “এমন উদ্যোগ খুবই ইতিবাচক। এটি নিয়মিত হলে তরুণরা মোবাইল আসক্তি ও মাদকের মতো ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকতে পারবে।”

ম্যারাথন শেষে নোমানী ময়দানে শহীদ পরিবারের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক। প্রতীকী এই উপহারের মাধ্যমে পরিবেশ রক্ষা ও শহীদদের প্রতি শ্রদ্ধা—দুইয়ের বার্তা একসঙ্গে তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, আগামী বছর থেকে আরও বড় পরিসরে এ আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।

ইএইচ

Link copied!