টাঙ্গাইল প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৫, ০৪:৩৭ পিএম
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
ভোরের আলো ফুটতেই বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জমায়েত হন। রেজিস্ট্রেশন শেষে সকাল সোয়া ৭টায় প্রতীকী ম্যারাথনটি শুরু হয়। দৌড়টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বটতলা, নিরালামোড়, শান্তিকুঞ্জ মোড়, বেবীস্ট্যান্ড ও কাগমারী হয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ প্রতীকী ম্যারাথনে জুলাই আন্দোলনের যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
ইএইচ