ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫
Amar Sangbad

অভয়নগরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৫, ০৩:০৩ পিএম

অভয়নগরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

অভয়নগরে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে মোট ১৩০ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে কৃতি শিক্ষার্থী ৪০ জন, অভিভাবক সদস্য ৪০ জন, প্রতিষ্ঠান প্রধান ২০ জন, সভাপতি ২০ জন এবং অন্যান্য খাতের ১০ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক উপ-পরিচালক মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক এবং নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অভিভাবক প্রতিনিধি অনুপ কুমার বিশ্বাস এবং নওয়াপাড়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি এফ এম গিয়াস উদ্দিন।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতেই এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও নৈতিকতা অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

ইএইচ
 

Link copied!