সফিক ইসলাম, পাবনা
জুলাই ২৯, ২০২৫, ০২:৫৬ পিএম
পাবনা জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ এনে তার অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ মানুষ।
মঙ্গলবার দুপুরে পাবনা কোর্ট চত্বরে সাব রেজিস্ট্রার অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাধারণ সেবাগ্রহীতারা জমি রেজিস্ট্রেশনসহ অন্যান্য সেবা পেতে গেলে নানা ধরনের হয়রানির মুখোমুখি হন। এমনকি দানকৃত জমির রেজিস্ট্রেশন করতে গিয়েও অনৈতিক সুবিধার প্রস্তাব দেওয়া হয় বলে বক্তারা দাবি করেন।
তারা আরও বলেন, একজন জেলা রেজিস্ট্রার হিসেবে তাঁর আচরণ ও কর্মকাণ্ড প্রশাসনিক দায়িত্বের পরিপন্থী এবং এতে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে তাঁকে অপসারণের দাবি জানিয়ে পাবনার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ইএইচ