ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫
Amar Sangbad

দৌলতপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, ঘোষণা এলো বিশেষ বৃত্তির

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২৫, ০৪:৩৩ পিএম

দৌলতপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, ঘোষণা এলো বিশেষ বৃত্তির

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুল তুলে দেওয়া হয়। এতে তাদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামীর পথচলায় উৎসাহ দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ খাজা আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার হীরা, শিক্ষক জমির উদ্দিন, নাজিম উদ্দিন, আলফাজ উদ্দিন, আমিনুর রহমান, আনোয়ার হোসেন, আরজীনা সুলতানা, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম টিটু, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মো. সিরাজুল ইসলাম বলেন, “আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তারা শুধু নিজেদের নয়, পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছে। এই সফলতা সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।”

বিশেষ অতিথি মুহাম্মদ খাজা আহমেদ ঘোষণা দিয়ে বলেন, “এই শিক্ষার্থীরা যারা জিপিএ-৫ পেয়েছে, তারা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তবে শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, তাদের চরিত্রবান ও দ্বীনি মূল্যবোধসম্পন্ন হয়ে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে হবে। দুনিয়ার পাশাপাশি আখিরাতের সফলতার জন্যও প্রস্তুত হতে হবে।”

অনুষ্ঠানে অভিভাবকরা তাঁদের সন্তানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করে বলেন—এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই এমন সফলতা অর্জন সম্ভব হয়েছে।

ইএইচ

Link copied!