জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
জুলাই ২৯, ২০২৫, ০৫:১২ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি দুঃস্থ জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন, পলাশপুর জোন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পলাশপুর জোন সদরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
মানবিক সহায়তার অংশ হিসেবে ৭টি দুঃস্থ ও অসহায় পরিবারকে ৮ বান্ডেল ঢেউটিন, ৩টি পরিবারকে ২টি সেলাই মেশিন ও ১টি নলকূপ (পাইপসহ) প্রদান করা হয়।
পাশাপাশি ৫ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য এবং ১ জন শিক্ষার্থীর লেখাপড়ার জন্য নগদ আর্থিক অনুদান দেওয়া হয়।
এছাড়া ৮ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। মোট ১,১২,১০০ টাকা মূল্যের সহায়তা প্রদান করা হয় এই কর্মসূচির মাধ্যমে।
একই দিনে পলাশপুর জোন সদরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহর নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে শতাধিক গরিব ও দুঃস্থ মানুষ চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনূল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এ অঞ্চলে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সহায়তা কার্যক্রম। ভবিষ্যতেও স্থানীয় দুঃস্থ পাহাড়ি ও বাঙালি জনগণের পাশে থেকে বিজিবি কাজ করে যাবে।”
ইএইচ