সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ২৯, ২০২৫, ০৬:১৪ পিএম
‘আমার চোখে জুলাই বিপ্লব: তারুণ্যের গণঅভ্যুত্থান’ উপলক্ষে শহীদদের স্মরণে কুড়িগ্রামে দ্বিতীয় দিনেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের আওতায় কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে মঙ্গলবার সকাল থেকে জেলা পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে শহরজুড়ে চলে পরিচ্ছন্নতা অভিযান।
প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয়। পরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা) প্রিতম কুন্ড, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ইএইচ