দিনাজপুর প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫, ০৭:৩৬ পিএম
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি: নং ২৯৩৬)-এর নির্বাচন আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ওমর ফারুক স্বাক্ষরিত তফসিলে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইএইচ