ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫
Amar Sangbad

মহেশপুরে দুই ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

জুলাই ২৯, ২০২৫, ০৭:৫৮ পিএম

মহেশপুরে দুই ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা মোড় সংলগ্ন বাকসপোতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ভুয়া চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকা—সহ একাধিক অনিয়ম ধরা পড়ে।

এ সময় ‘রানা মেডিসিন কর্নার’ নামের একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।

অন্যদিকে, ‘মেসার্স হাজেরা মেডিকেল’-এও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেলে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডিগ্রিবিহীন একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখানোর অপরাধে অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক ইকরামুল করিম, স্বাস্থ্য পরিদর্শক লিথুন রায়, মহেশপুর থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে ভুয়া ওষুধ বা চিকিৎসাসেবা দিয়ে কেউ যেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে সাধারণ জনগণ দাবি জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হোক, যাতে কেউ প্রতারণার শিকার হয়ে জীবনের ঝুঁকিতে না পড়ে।

ইএইচ

Link copied!