ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
Amar Sangbad

অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে যুবককে কারাদণ্ড

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আগস্ট ৪, ২০২৫, ০৪:১৫ পিএম

অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে যুবককে কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে রাব্বি হাসান (২২) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মাশানটারী এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের সময় রাব্বি হাসানকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার উফারমারা এলাকার আবু সালামের ছেলে।

একই দিনে উপজেলার বাউরা বাজারে অপর একটি অভিযানে পেট্রোলিয়াম আইনের বিধিমালা লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ‘মেসার্স হাশেম এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত সকল প্রকার ক্রয়-বিক্রয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে এসআই হাসানের নেতৃত্বে পাটগ্রাম থানার একটি পুলিশ দল উপস্থিত ছিল।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে একজনকে কারাদণ্ড এবং অপর একটি প্রতিষ্ঠানকে লাইসেন্সবিহীন ব্যবসার দায়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

ইএইচ

Link copied!