ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ
আগস্ট ৬, ২০২৫, ০৩:২৭ পিএম
বরিশালের মেহেন্দিগঞ্জে পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এক জুনিয়র শিক্ষক হাসনাইন মৃধাকে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে, একই মাদ্রাসার এক ছাত্রীর মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে আলোচনায় ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, শিক্ষক হাসনাইন মৃধা (২৫) মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী জিয়া উদ্দিন মাল এর স্ত্রী মাকসুদা বেগমকে (৪০) নিয়ে পালিয়ে যান।
অভিযোগ রয়েছে, যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছেন প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৭ লাখ টাকা, যা ওই প্রবাসী স্ত্রীকে বিশ্বাস করে নিয়মিত পাঠাতেন।
ঘটনার পর প্রবাসী স্বামী দেশে ফিরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর জানান, গত ১ জুন অভিযুক্ত শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিলে মাদ্রাসা কর্তৃপক্ষ তা গৃহীত করে। যদিও প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি।
অভিযোগ রয়েছে, শিক্ষক হাসনাইন ওই প্রবাসীর ছেলে জিহাদকে প্রাইভেট পড়ানোর সূত্রে তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং সে সুযোগে স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন।
ভুক্তভোগী প্রবাসী বলেন, “আমি ১৮ বছর বিদেশে শ্রমিকের কাজ করে যা আয় করেছি, সবটাই স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছি। কিন্তু বিশ্বাস ভেঙে শিক্ষক হাসনাইন আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। আমার ছেলে-মেয়ের ভবিষ্যত অন্ধকারে।”
স্থানীয়রা জানান, শিক্ষক হাসনাইন তাবিজ-কবচ ও ঝাড়ফুঁকের কাজ করেন এবং আগেও একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রতিবেশী হাসিনা বেগম বলেন, “মহিলার ছোট ছেলেটি মাকে খুঁজে দিনরাত কাঁদছে। এমন নিষ্ঠুরভাবে সংসার ফেলে যাওয়াটা খুব কষ্টদায়ক।”
অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং তার পরিবারের সদস্যদেরও বাড়িতে পাওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসাইন বলেন, “প্রবাসীর বড় ছেলে থানায় জিডি করেছে যে তার মা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তবে শিক্ষক ও প্রবাসীর স্ত্রীর পালিয়ে যাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান বলেন, “ঘটনার তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।”
ইএইচ