পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৫, ০৩:২৪ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বুড়িমারী স্থলবন্দর এলাকার বাঁশকল মোড় থেকে উফারমারা মেডিকেল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের খানাখন্দে ভরা অংশ সংস্কারের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয়।
এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক, আমদানি-রপ্তানিকারকসহ স্থানীয়রা অংশ নেন।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে অজ্ঞাত কারণে সড়কটি সংস্কার না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দর থেকে আসা আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনের সময় পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভারতীয় ও বাংলাদেশি পণ্যবাহী ট্রাকসহ বহু যানবাহন আটকা পড়ে। পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ইএইচ