ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৫, ০৩:৩৪ পিএম

হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে একটি প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহ পাওয়া গেছে।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে প্রাইভেট কারটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা গাড়ির গন্তব্য সম্পর্কে জানতে চাইলে চালক জানান, গাড়িতে একজন রোগী আছেন। এরপর গাড়িটি পার্কিংয়ে রাখা হয়।

দুই দিন পেরিয়ে গেলেও গাড়িটি বের না হওয়ায় সোমবার দুপুরে নিরাপত্তা কর্মীরা গাড়ির কাছে যান। তখন ভেতর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। জানালা দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পান, ভেতরে দুইজন অচেতন অবস্থায় পড়ে আছেন। তৎক্ষণাৎ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশের এক কর্মকর্তা জানান, গাড়ির দরজা খুলে ভেতর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়িটির মালিকানা, নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি রহস্যজনক। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং গাড়ির নিবন্ধন সংক্রান্ত তথ্য যাচাই করছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে। তবে কীভাবে এবং কেন এই দুই ব্যক্তি গাড়ির ভেতরে মারা গেলেন—তা নিয়ে নানা জল্পনা চলছে।


জেএইচআর

Link copied!