ববি প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৫, ০৫:৩৬ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস সোমবার নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভাগ নিজস্ব আয়োজনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হয়। একই সঙ্গে বিভাগের ইতিহাস, কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।
শিক্ষকরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নতুন এই একাডেমিক পরিবারে স্বাগত জানান।
বিভাগভিত্তিক আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে নবীনদের স্বাগত জানাতে সিনিয়র শিক্ষার্থীরা আলপনা অঙ্কন, বৃক্ষসজ্জাসহ বিভিন্নভাবে বিভাগগুলোকে সাজিয়ে তোলেন।
এ সময় সিনিয়র ব্যাচগুলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় তাদের অনুজদের বরণ করেন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী শাহরিন বলেন, “একটি পরিবার ছেড়ে আসার মতো খারাপ লাগছিল, তেমনি নতুন আরেকটি পরিবারে আসার আনন্দও অনুভব করছি। এখানে সবাই অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। বিভাগের শিক্ষক ও সিনিয়র ভাইয়া-আপুদের সুন্দর আয়োজন আমাদের পরিবারের মতো শূন্যতা অনেকটাই কমিয়েছে।”
আরেক নবীন শিক্ষার্থী ফরহাদ হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটি আমার প্রত্যাশা মতো হয়েছে। সবাই আন্তরিকভাবে আমাদের বরণ করেছে। সবচেয়ে বড় কথা, প্রথম দিন র্যাগিং জাতীয় কোনো নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। নবীনদের জন্য এমন সুন্দর আয়োজন সত্যিই আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে।”
ইএইচ