Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

আরও একবছর বাড়লো সময়

পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৯, ২০২২, ০৬:২২ পিএম


পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

নির্ধারিত সীমা ভেঙে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ করা ব্যাংকগুলোকে বিনিয়োগ কমিতে আনতে ১ বছর সময় বাড়িয়েছে কেন্দ্রিয় ব্যাংক।

সোমবার (১৯ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার সকল ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রিয় ব্যাংকের অফসাইট সুপারভিশন শাখার (ডিওএস) সার্কুলারে জানা যায়, গত ৪ আগস্ট এই বিভাগ থেকে জারি করা সার্কুলারের পরও চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত যে সব ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) সীমা মানেনি, তাদের আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিনিয়োগ নির্ধারিত সীমার মধ্যে আনার নির্দেশনা দেয়া হলো। ব্যাংকগুলো পুঁজিবাজারে কি পরিমাণ বিনিয়োগ করতে পারবে তা ব্যাংক কোম্পানি আইন- ১৯৯১ এর ২৬(ক) ধারায় বলা আছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিলো, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে ব্যাংক-কোম্পানি কর্তৃক অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের হিসাবায়নে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধ্বসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকেই ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে।

এআই

Link copied!