Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

ঢাকা চেম্বারের সাবেক সভাপতির মৃত্যুতে ডিসিসিআই’র শোক

নিজস্ব প্রতিবেদক

মে ২৩, ২০২৩, ০৪:৩৫ পিএম


ঢাকা চেম্বারের সাবেক সভাপতির মৃত্যুতে ডিসিসিআই’র শোক

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহজাহান খান সোমবার থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় দুপুর ১১.৪০ ঘটিকায় ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। 

মোহাম্মদ শাহজাহান খান ২০১৪ সালে ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৭ এবং ২০১০ সালে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  

তিনি এস. এস. শিপিং এন্ড ট্রেডিং লিমিটেড ও এস. এস. শিপিং এন্ড চার্টারিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি তার প্রতিষ্ঠান সমুদ্রগামী জাহাজ ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন।

এইচআর

Link copied!